04/21/2025 মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় কেশবপুরের নসিমন চালক নিহত
অলিয়ার রহমান
১৩ জানুয়ারী ২০২৩ ১০:১৬
অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুরে বৃহস্পতিবার দুপুরে উপজেলার চালকিডাঙ্গা বাজার এলাকায় যশোর- চুকনগর মহাসড়কে মাছ বাড়ী পিকাপের ধাক্কায় আলমগীর শেখ (৪০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ১২ জানুয়ারি আনুমানিক দুপুর ২ টার দিকে উপজেলার চালকিডাঙ্গা বাজার এলাকা সংলগ্নে, যশোর- চুকনগর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নসিমন চালক আলমগীর শেখ (৪০) কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা গ্রামের নুরুল শেখ এর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান যশোর থেকে বিচেলী কিনে করে ইজ্ঞিন চালিত নসিমনে বাড়ি ফেরার পথিমধ্যে চালকিডাঙ্গা বাজারে পৌঁছালে পেছন থেকে মাছ বাহি পিকআপ পেছন থেকে ধাক্কা দেয়, সামনে একটি ট্রাকের সাথে নসিমন চালক আলমগীর নিয়ন্ত্রণ হারিয়ে স্বজোরে ধাক্কা খেয়ে পড়ে গেলে ঘটনা স্থলেই মারা যায় এবং নসিমন দুমড়ে-মুচড়ে যায় ।
নিহত নসিমন চালকের মরদেহ মনিরামপুর হাসপাতালে ও নসিমনটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।