04/21/2025 প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শীতার্ত মানুষের পাশে আছেন: এস এম ইয়াকুব আলী
তাজাম্মূল হুসাইন, মণিরামপুর (যশোর)।।
১৩ জানুয়ারী ২০২৩ ০৯:৩০
আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের শীতার্ত মানুষের পাশে রয়েছেন। প্রতিটি এলাকায় দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। সমাজের হতদরিদ্র মানুষের শীতের কষ্ট লাগবে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার বিকেলে মণিরামপুর উপজেলার ভোজগাতী বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। স্থানীয় আওয়ামীলীগ নেতা ইশার আলী মোল্যার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিলন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য ফজলুর রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল হোসেন, ইউপি সদস্য বিউটি রানী, রেশমা বেগম প্রমুখ।