04/20/2025 পটিয়ায় বীর মুক্তিযোদ্ধা মহসীন খাঁন স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
সেলিম চৌধুরী।।
১৮ ডিসেম্বর ২০২২ ০৫:৫৬
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-চট্টগ্রামের পটিয়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার মহসীন খাঁন স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার খলিলুর রহমান বালিকা উচ্চ ও কলেজ ও ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত প্রথমবারের মত এ পরীক্ষায় ১৫০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পটিয়া পৌরসভার মেয়র আয়ুব বাবুল, চুয়েট শিক্ষক সমিতির সভাপতি ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম, খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম ছিদ্দিক, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, পটিয়া প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, সহ সভাপতি এটিএম তোহা, সাংবাদিক এসএমএকে জাহাঙ্গীর, পানি উন্নয়ন বোর্ডের পরিচালক শহীদ উদ্দিন, চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দ, ফাউন্ডেশনের চেয়ারম্যান তাহমিনা আক্তার, শিক্ষক সেলিম উদ্দিন, শিক্ষক ইসমাইল।
বীর মুক্তিযোদ্ধা মহসীন খাঁন ১৯৫০ সালের ১১ নভেম্বর পটিয়া উপজেলার নাইখাইন গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশকে শত্রুমুক্ত করেন। তিনি পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
পরীক্ষায় উত্তীর্ন মেধাবীদের মধ্যে দুই গ্রুপে পুরস্কার বিতরন করা হবে৷ এর মধ্যে প্রথম পুরস্কার ১টি কম্পিউটার (খ গ্রুপ) ও ১ টি ট্যাবসহ (ক গ্রুপ) এবং ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে আকর্ষনীয় বৃত্তি প্রদান করা হবে৷ দুই ক্যাটাগরির মধ্যে ৬ষ্ঠ থেকে ৮ম ও ৯ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে।