04/20/2025 কবিতা- দখিনের মাঠ, কবি অলিয়ার রহমান।
সাহিত্য ডেস্ক।।
১৬ ডিসেম্বর ২০২২ ২২:৫১
এ আমার দখিনের মাঠ
মটর আর সরিষার মেলা,
ভোরের শিশির মেখে গায়ে
শীতের বাতাস করে খেলা।
পেয়াজ আর রসুনের ক্ষেত
নিয়ে যায় ফেলে আসা দিনে,
টমেটোর মন ভোলা রঙ
আমার অতীত নেয় চিনে।
ফলে আছে শিম থরে থরে
মরিচের গাছে নেই ঠাঁই,
ছাদে গেলে আমি নিমিষেই
অনাবিল সুখ খুঁজে পাই।
সজিনার ডালে বারো মাস
ঝুলে থাকে তাজা তাজা ফল,
খুব ভোরে ছাদে গেলে পাবে
পাখিদের মৃদু কোলাহল।
ফুল নিয়ে কথা থাক আজ
সেই রূপ লেগে আছে চোখে,
মনের দুয়ার যায় খুলে
মন নাচে অবারিত সুখে।
ফুলকপি মেলে আছে চোখ
শুভ্রতা নিয়ে তার রূপে,
পাতাকপি বড় হয় রোজ
নির্জনে একা চুপে চুপে।
গাছ পাকা পেপে কতো খাবে?
আম, জাম, লিচু- আছে সব,
একবুক ভালবাসা নিয়ে
ছাদ যেন মাটির বৈভব।