04/21/2025 যশোরে রকেট মেইল ট্রেন থেকে পড়ে ৭বছরে বাচ্চা মারাত্মক জখম অতঃপর উদ্ধার হাসপাতালে ভর্তি
মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।।
৭ ডিসেম্বর ২০২২ ১০:২৫
যশোর সদর উপজেলা রাজারহাট রেল গেট অদূরে মান্দারতলা নামকস্থানে রকেট মেইল ট্রেন থেকে পড়ে ৭ বছরে বাচ্চা তানভীর মারাত্মক জখমের পর তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠিয়ে দেন। মঙ্গলবার আনুমানিক ১১ ঘটিকায় সময় রাজারহাট রেল গেট অদূরে মান্দারতলা নামকস্থানে এই দূর্ঘটনার ঘটে বলে জানা যায়। জানাযায়, মঙ্গলবার সকাল আনুমানিক ১১ ঘটিকায় সময় খুলনা থেকে ছেড়ে আসা চীলেরহাটি গামি রকেট মেইল ট্রেনের দরজা থেকে পড়ে যায়, কিছুক্ষন পর একজন কৃষক মোঃ হোসেন আলী একটি ৭ বছরে বাচ্চার কান্না শুনতে পায়। বাচ্চাটি কান্নার চিৎকার শুনতে পেয়ে কৃষক হোসেন আলী তাকে উদ্ধার করে রাজার হাট রেল গেট সংলগ্নে ডাঃ ইলিয়াস হোসেন তাকে দ্রুত চিকিৎসা দেন। বাচ্চাটি মাথার এক পাশে ২ জায়গায় কেটে যায়, এবং বাচ্চাটি মাথায় ৪ টি সেলাই করা হয়েছে তার শরীরে বিভিন্ন জায়গায় কেটে যায় এবং মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয় জনগণের সহায়তা এবং ডাঃ ইলিয়াস হোসেন এর সেবায় সুস্থ হয়ে উঠে। তবে বাচ্চাটি আহত অবস্থায় তাকে তার নাম ঠিকানা জিজ্ঞেসা করলে শুধু বলে আমার নাম তানভীর আর কিছু বলতে পারছে না। এই র্দুঘটনা সংবাদ পেয়ে রামনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফসহ ইউপি সদস্য ঘটনাস্থান পরিদর্শন করেন এবং বাচ্চাটি তার কোন নাম ঠিকানা না পাওয়ার কারণে যশোর কোতোয়ালী মডেল থানায় ফোন করলে থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান বাচ্চাটি উন্নত চিকিৎসার জন্য দ্রুত যশোর সদর হাসপাতালে পাঠিয়ে দেন, আমরা বাচ্চাটি দায়িত্ব গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।