04/21/2025 মণিরামপুরে শ্রমিক ইউনিয়ন নেতার জানাজা সম্পন্ন
তাজাম্মূল হুসাইন, মণিরামপুর (যশোর)।।
১০ নভেম্বর ২০২২ ০৪:৫৭
মণিরামপুরে ২২৭ শ্রমিক ইউনিয়নের সদস্য আব্দুল হক ইন্তেকাল করেছেন (ইন্না.....রাজেউন)। সে উপজেলার আমিনপুর গ্রামের মৃত মোমরেজ সরদারের ছেলে ও সিটি প্লাজা, যশোর-এর স্বত্বাধিকার এস এম ইয়াকুব আলীর চাচাত ভাই।
জানা যায়, মঙ্গলবার হার্টব্লাক হয়ে রাত সাড়ে ১১টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও ১ ছেলে সন্তানসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার জোহরবাদ জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের জানাজা নামাজে অংশ গ্রহণ করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজা, যশোর- এর স্বত্বাধিকারী এস এম ইয়াকুব আলী, এস এম ইয়াকুব আলীর ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও কবি লেখক অলিয়ার রহমান, শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আহাদুল করিম, ইউপি সদস্য ফজলুর রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।