04/21/2025 চিরিরবন্দরে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত
স্টাফ রিপোর্টার।।
৬ নভেম্বর ২০২২ ০৪:৩৩
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চিরিরবন্দরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
চিরিরবন্দর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে সকাল সাড়ে ১০ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কর্মসূচির সুচনা হয়।
চিরিরবন্দর উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মোঃ মাহাবুবুর রহমান এর সঞ্চালনায় ও চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালিদ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহামুদ আলী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম সরকার, চিরিরবন্দর থানার ওসি তদন্ত মোসলেম উদ্দীন বসুনিয়া, চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বি. আর. ডি. বির চেয়ারম্যান মোঃ আজিম উদ্দীন গোলাপ, ৪নং ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার লিটন, ৯নং ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ, চিরিরবন্দর সমবায় কর্মকর্তা মুহাম্মদ ইউনুছ আলী।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৬ টি সফল সমবায় সমিতিকে পুরুষ্কার প্রদান করা হয়।