04/21/2025 যশোরে নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে জবেদ আলীর শুভেচ্ছা বিনিময়
মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।।
৩১ অক্টোবর ২০২২ ০৫:১৩
যশোর জেলা পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের (সদর) নব নির্বাচিত সদস্য ও জেলা জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ ও সকল মেম্বরদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রোববার (২৯ অক্টোবর) তিনি নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদে এসে চেয়ারম্যান মেম্বরদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় পর্বে জবেদ আলী সুখে-দুখে চেয়ারম্যান-মেম্বরদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সবাইকে সাথে নিয়ে একযোগে প্রধানমন্ত্রীর উন্নয়ন যাত্রায় অংশ নেয়ার অঙ্গীকার করেন।
এ সময় জবেদ আলীর সাথে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী রাইয়ান মৌমন, শহর শাখা সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, সদর উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ ইমরান আলী সহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।