04/21/2025 পরিবহন ধর্মঘট উপেক্ষা করে রাতেই রংপুর বিভাগীয় জনসমাবেশের পথে গাইবান্ধা বিএনপির নেতাকর্মী
অভিজিৎ কুমার দাস,গাইবান্ধা জেলা প্রতিনিধি।।
২৯ অক্টোবর ২০২২ ০৮:০৩
অভিজিৎ কুমার দাস, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মোটর মালিক সমিতির ৩৬ ঘন্টার টানা ধর্মঘট উপেক্ষা করে গাইবান্ধার সকল বিএনপির নেতাকর্মী ও সমর্থক ইজিবাইক, সিএনমজি, ট্রেনও মটরসাইকেল যোগে হাজার হাজার নেতা কর্মী রংপুরে পৌছে গেছেন বলে জানায় গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। তিনি আরো বলেন,শনিবার সকাল ১০ টার মধ্যে সমাবেশ স্থলে ওইসব নেতাকর্মী ও সর্মথক নিয়ে উপস্থিত থাকবেন বলে জানান।
দলীয় সুত্রে জানা যায়, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি।
রংপুরের এই গণসমাবেশে সফল করার লক্ষ্যে গাইবান্ধা জেলা-উপজেলা বিএনপির নেতারা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। সমাবেশে যোগদানের জন্য বেশ কিছুদিন ধরে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছিল। এর ফলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের তৃর্ণমূলের হাজার হাজার নেতাকর্মীরা গণসমাবেশে অংশগ্রহণ করছেন।
গাইবান্ধা জেলার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির গ্রাম বিষয়ক সম্পাদক আনিসুর জামান বাবু বলেন , সমাবেশকে কেন্দ্র করে সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী বিভাগীয় মোটর মালিক সমিতি রংপুর বিভাগে ৩৬ ঘন্টা টানা পরিবহন ধর্মঘট ডাকা দিয়েছে। তবে পায়ে হেঁটে হলেও জেলা-উপজেলা পর্যায়ের হাজার হাজার ত্যাগী নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত থাকবেন।
অপরদিকে, রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল বলেন, মহাসড়ক থেকে তিন চাকার যানবাহন বন্ধসহ অন্যান্য দাবিতে ৩৬ ঘন্টার জন্য এ ধর্মঘট ডাকা হয়েছে।
রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামছুজ্জামান সামু বলেন, সাধারণ মানুষ বিএনপির পক্ষে রয়েছে। কোন ধরণের ধর্মঘট সমাবেশ ঠেকাতে পারবে না। রংপুরে জনস্রোত শুরু হয়েছে। ইতোমধ্যে রংপুর বিভাগের সকল জেলার দলীয় নেতাকর্মীরা সমাবেশ সফল করতে রংপুর শহরে আসতে শুরু করেছে।