04/21/2025 যশোরে কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সপ্তম জেলা সম্মেলন সম্পন্ন
মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।।
২৬ অক্টোবর ২০২২ ০১:৩৭
বাংলাদেশ কলেজ - বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সপ্তম জেলা সম্মেলন সম্পন্ন হয়েছে। সোমবার শহরের ডা.আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের শিক্ষক মিলনায়তনে এই সম্মেলন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আকমল হোসেন।
সাবেক অধ্যক্ষ পাভেল চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন, তালবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড.শাহনাজ পারভীন, বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রভাষক তরিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল গফুর।