04/21/2025 গাইবান্ধা-৫ উপনির্বাচনে সংশ্লিষ্ট ৬২২ জনের সাক্ষ্যগ্রহন শেষ
অভিজিৎ কুমার দাস, গাইবান্ধা জেলা প্রতিনিধি।।
২২ অক্টোবর ২০২২ ০৫:০০
২০ অক্টোবর, ২০২২ইং বৃহস্পতিবার গাইবান্ধা সার্কিট হাউজে সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ শেষ করে নির্বাচন কমিশনের তদন্ত কমিটি।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব জানান, জেলা প্রশাসক অলিউর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, রিটার্নিং অফিসার এবং বিজিবি ও র্যাবের ২ জন কমান্ডিং অফিসার, ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৫ জন প্রার্থীসহ ২৭ জনের সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়েছে আজ। এর আগে মঙ্গলবার প্রথম দিন ১১টি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারসহ ১শ’ ৩৬ জনের সাক্ষ্য গ্রহণ করে তদন্ত কমিটি। দ্বিতীয় দিন ৪০ জন প্রিসাইডিং অফিসার, ২৭৮ জন সহকারী প্রিসাইডিং অফিসার, ২শ’ জন পোলিং এজেন্ট, গণমাধ্যমকর্মী, সহকারী রিটার্নিং অফিসার, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও থানার ওসিসহ ৫২২ জন তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেন। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের নেতৃত্বে ইসি’র যুগ্মসচিব কামাল উদ্দিন বিশ্বাস ও শাহেদুন্নবী চৌধুরী তদন্ত কাজ পরিচালনা করছেন।
সাক্ষ্যগ্রহন শেষে সার্কিট হাউজে তদন্ত কমিটির প্রধান অশোক কুমার দেবনাথ গণমাধ্যম কর্মীদের বলেন, তিন দিনের শুনানিতে অংশ নিতে ৬৮৫ জনকে চিঠি দেয়া হয়েছিল। তাদের মধ্যে ৬২২ জন উপস্থিত হয়েছেন। বাকী যারা উপস্থিত হননি তারা সবাই বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্ট।আমাদের তিন দিনের সাক্ষ্যগ্রহনের কার্যক্রম শেষ করেছি,এখন আমরা আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিব।প্রাসঙ্গিক অন্য কোন বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি।