04/21/2025 পটিয়ার হাবিবুর পাড়া মধ্যেম গলি সড়কের বেহাল দশা সংস্কার দাবি
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।
১৭ অক্টোবর ২০২২ ০৮:৩৭
পটিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড হাবিবুর পাড়া মধ্যেম গলি সিসি ঢালাই সড়ক ভেঙে এলাকার লোকজন চলাচলের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘদিন যাবত সড়কটি ভেঙে যাওয়া এ দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। সিসি ঢালাই সড়ক অল্প দিনে ভেঙে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এলাকার বাসিন্দা মঞ্জুর আলম জানান, সিসি ঢালাই সড়ক নির্মাণে নিম্নমানে নির্মাণ সামগ্রী ব্যাবহার ও সঠিক তদারকি না করায় অল্প দিনের মধ্যে সড়ক দেবে ভেঙে যায়। আলী আজগর নামে এক যুবক জানান, সড়কটি দ্রুত নির্মাণ ও সংস্কার করার দাবি জানান। মোঃ রফিক জানান, আমরা সাধারণ মানুষ দিনে এনে দিনে খায়। সড়ক সিসি ঢালাই কাজে অনিয়ম হয়েছে তাই সড়কটি ভেঙে গেছে। সড়ক দিয়ে রাতে রোগী আনা নেওয়ার খুব কষ্ট হয়। মঞ্জুর আলম সড়কটি পুর্ণরায় মেরামত করে জনগণের চলাচলের উপযোগী করে তুলার জন্য মেয়র মোঃ আইয়ুব বাবুল ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জসিম উদ্দিন সুদৃষ্টি কামনা করেন।