04/21/2025 আবুল ইসলামের ভাইয়ের জানাজায় উপস্থিত ছিলেন ইয়াকুব আলীসহ নেতৃবৃন্দ এবং হাজারো মানুষ"
আনোয়ার পারভেজ অনুজ।।
১৬ অক্টোবর ২০২২ ১৭:৩৩
গতকাল রাতে আবুল ইসলামের ভাই আব্দুল লতিফের মৃত্যুর খবর পেয়ে আজ আটঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মরহুমের নামাজে জানাযা হয়।
শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে এবং জানাজা নামাযে অংশ নিতে এসেছিলেন হাজারো মানুষ।
আগত মানুষের মধ্যে উল্লেখ যোগ্য হলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির নেতা যশোর সিটি প্লাজার চেয়ারম্যান এস,এম ইয়াকুব আলী, বর্তমান উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মুছা, আমজাদ হোসেন লাভলু, সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, চালুয়াহাটী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হামিদ, সাবেক চেয়ারম্যান বজলুর রহমান, রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী এবং আওয়ামীলীগ নেতা চাকলাদার আবুল বাসার, ফজলুর রহমান, আব্দুল হাই, এস,এম রবিউল ইসলাম রবি,উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক শেখ আব্দুল লতিফ,জেলা পরিষদের সাবেক সদস্য এবং বর্তমানে সদস্য শহিদুল ইসলাম মিলন, গৌতম চক্রবর্তী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ,জাতীয় পার্টি ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।