04/21/2025 ছাত্রলীগের সম্পাদক রমেশ দেবনাথের বাবার মৃত্যুতে এস এম ইয়াকুব আলী'সহ বিভিন্ন মহলের-শোক
মণিরামপুর প্রতিনিধি।।
১৬ অক্টোবর ২০২২ ০৯:৩৩
যশোরের মণিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথের বাবা বিশিষ্ট আওয়ামীলীগনেতা অসিত দেবনাথ (৭০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন। শনিবার ভোর ৪টায় পৌরসভার গাংড়া গ্রামের নিজ বাসভবনে তিনি এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। তিনি মণিরামপুর পৌর সভার গাংড়া গ্রামের স্বর্গীয় হরিপদ দেবনাথের পুত্র ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে শ্রদ্ধা জানাতে ছুটে আসেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম ইয়াকুব আলী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
মরহুমের পারিবারিক সূত্রে ও উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আমজাদ হোসেন লাভলু বলেন অসিত দেবনাথ কয়েক বছর পূর্বেই স্ট্রোক জনিত কারণে শাররীক অবস্থা বেশি ভাল ছিল না। সে কারণে চিকিৎসকের পরামর্শ মতো নিয়মিত ঔষধ সেবন করতেন। শুক্রবার দুপুরে তার শাররীক অবস্থার কিছুটা অবনতি হলে তার পরিবারের সদস্যরা তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা শেষে পুনরায় নিজ বাড়ীতে আনা হয়। শনিবার ভোররাতে পূনরায় তার শাররীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নেয়া প্রস্তুতি চলছিল। কিন্তু রওয়ানা হবার পূর্বেই ভোর ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে মহাদেবপুর-গাংড়া মহাশ্বশ্মানে তার শেষ কৃতানুষ্ঠানের দাহ করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্যা আত্মীয়-স্বজন ও হিতাকাঙ্খি রেখে গেছেন।
উল্লেখ্য স্বর্গীয় অসিত দেবনাথ মণিরামপুরের রাজনীতিতে নিঃস্বার্থ ভাবে অনেক অবদান রেখেছেন। স্বাধীনতা পরবর্তী সময় থেকে মণিরামপুর উপজেলা পর্যায়ে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।