04/21/2025 গজারিয়ার বালুয়াকান্দীতে ঈদে মিলাদুন্নবী (সা.) র্যালী
গজারিয়া প্রতিনিধি।।
১৬ অক্টোবর ২০২২ ০৯:০৪
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা বালুয়াকান্দী ইউনিয়নে ঈদে মিলাদুন্নবী(সা.) উপলক্ষ্যে জশনে জুলুসের র্যালী করেছে আহলে সুন্নত ওয়াল জামায়াত।
গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নে আড়ালিয়া সি,এন,জি ষ্টান্ড থেকে জশনে জুলুস এর র্যালী শুরু হয়ে মুদারকান্দী ঘুরে বড় রায়পাড়া অটো ষ্টান্ডে এসে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।জশনে জুলুসের র্যালী শত শত নবী প্রেমী মানুষের অংশ গ্রহণে সাবেক ইউঃপি সদস্য বিল্লাল হোসেন প্রধান এর সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম এর সার্বিক সহযোগিতায়এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আব্দুল হামিদ মাষ্টার,বীর মুক্তিযোদ্ধা মোঃশাহাবুদ্দিন মোল্লা, মোঃমিজানুর রহমান দেওয়ান,ইউঃপি সচিব ও মাইজভাণ্ডার দরবারের খাদেম ফিরোজ আহম্মেদ আজাদ, ইউঃপি সদস্য মোঃমোসলেম শিকদার, ইউঃপি সদস্য মোঃহাবিবুর রহমান,মোঃশাহজালাল মুন্সী,মজিবুর রহমান সরকার,এ সময় আরো উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন আল কাদরী,সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা মিজানুর রহমান,মাওলানা মাহবুবুর রহমান,প্রচার সম্পাদক হাফেজ মোঃ নাসির উদ্দিন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে আখেরি মোনাজাত পরিচালনা করেন টেঙ্গারচর পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোস্তফা কামাল সালেহী।