04/20/2025 যশোর সদরে ১১ নং রামনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত
মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।।
১৫ অক্টোবর ২০২২ ০৪:২৩
যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আছর বাদ সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাজু আহমেদ'র সভাপতিত্বে ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক পারভেজ হোসেন'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল আজিজ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মারুফ হোসেন প্রধান বক্তৃা যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ- সভাপতি নির্মর কুমার বিট। আরও উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক শহীদ আল মামুন, মোঃ মোসলেম উদ্দিন, মোঃ মিজানুর রহমান বাবলু, যুগ্ম আহবায়ক সিরাজ মোল্লা, শামিম হোসেন, শফিকুল ইসলামসহ রামনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।