04/21/2025 পটিয়ার মোহাম্মদ নগর দৌলতীয়া সড়কে ময়লা আবর্জনার ভাগাড়,চলাচলের চরম ভোগান্তি সাধারণ মানুষের
সেলিম চৌধুরী পটিয়া চট্টগ্রাম।।
১৪ অক্টোবর ২০২২ ০৭:৫১
চট্টগ্রামে পটিয়া উপজেলার কোলাগাও ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নগর দোলতীয়া সড়কে দুই ব্যাক্তি ময়লা আবর্জনা গরুর গোবর ফেলায় ময়লা আবর্জনার ভাগাড় সৃষ্টি হয়েছে। ফলে মোহাম্মদ নগর দৌলতীয়া
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে করে সাধারণ মানুষের ক্ষোভ দেখা দিয়েছে।সুএে জানাযায়,জনৈক ফরিদ মাষ্টার ও আবদুর রাজ্জাক নামে এ দুই ব্যাক্তি গরুর গোবর ও ময়লা আবর্জনা ফেলছে। এ বিষয়ে এলাকার সচেতন ব্যাক্তি সাংবাদিক আবুল হোসাইন চৌধুরী এ দুইজনকে ডেকে বেশ কয়েকবার ময়লা আবর্জনা দৌলতীয়া সড়কে না ফেলার নিষেধ করলেও বিষয়টি ফরিদ মাষ্টার ও আবদুর রাজ্জাক আমলে নিচ্ছে না বলে আবুল হোসাইন চৌধুরীর অভিযোগ। দীর্ঘদিন ফরিদ ও রাজ্জাক দৌলতীয়া সড়কে ঘেঁষে ময়লা আবর্জনা ফেলার ফলে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা নানা রোগে ভুগছেন বলে স্থানীয় লোকজন সুএে জানাযায়। এব্যাপারে কোলাগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুল আলম চৌধুরী জানান বিষয়টি কেউ আমাকে অবগত করেনি
দৌলতীয়া সড়কের পাশে ময়লা আবর্জনা ফেলে থাকে ইউনিয়ন পরিষদের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।