04/20/2025 মণিরামপুর চোরাই টলি উদ্ধার
মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।।
১৩ অক্টোবর ২০২২ ১৭:২১
যশোরে মণিরামপুর উপজেলা ৩ নং ভোজগাতী ইউনিয়নে চোরাই টলি উদ্ধার স্থানীয় আদালত অবমাননা অতঃপর হয়রানি অভিযোগ। জানাযায়, গত ০২/০১/২০২০ ইং তারিখে মোঃ রুহুল কুদ্দুস পিতা বজলুর রহমান গ্রাম বাউসা, ডাকঘর শিওরদাহ ৭৪২০,উপজেলা ঝিকরগাছা যশোর, এর ক্রয়কৃত টলি ( পাওয়ার টিলারের৷ টলি) বাড়ী থেকে চুরি হয়ে যায়। অনেক খোজাখুজি পর প্রায় দুই বছর পর এক পর্যায়ে মণিরামপুর উপজেলা ভোজগাতী ইউনিয়নে ০২ নং ওয়ার্ডে দোনার গ্রামের আঃ জলিলের ছেলে মহিদের বাড়ীতে টলির সন্ধান পাওয়া যায়। এই বিষয় রুহুল কুদ্দুস বাদী হয়ে ভোজগাতী ইউনিয়ন পরিষদের অভিযোগ করেন। উক্ত টলিটি ০২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিন উদ্দিন ও ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য রিজাউল করিম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে নিশ্চিত হওয়ায় উক্ত টলি মালিক রুহুল কুদ্দুসের। উক্ত টলি গাড়ীটি ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য রিজাউল করিমের জিম্মায় রাখা হয়। তবে টলি মালিক রুহুল কুদ্দুসের জানান, আমার টলির ইঞ্জিনের পরিবর্তে অন্য ইঞ্জিন ফিটিং করা হয়েছে। তবে ঐ টলির ইঞ্জিন মহিদের অন্য টলিতে সনাক্ত করেন। এই বিষয় ভোজগাতী ইউনিয়ন পরিষদের শালিসের মাধ্যমে চোরাই টলি উদ্ধারসহ টলির ক্রয় সুত্রে মালিকের কাগজ পত্র দেখে টলির মালিকের হাতে বুঝিয়া দেন। চোরাই টলি ক্রয সুত্রে মালিক গাড়ীর কাগজ পত্র দেখাতে পারে না। এই বিষয় মহিদ চোরাই টলি ক্রয় করে ধরা পড়ে মণিরামপুর থানায় ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ভোজগাতী ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় জনগণের নামে মিথ্যা হয়রানি অভিযোগ করেন। এই বিষয় বুধবার মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে বাদী ও বিবাদী উপস্থিত হয়। তবে নির্বাহী অফিসার কার্যালয়ে উপস্থিত না থাকায় পরবর্তী ২৬/১০/২০২২ ইং তারিখে টলির তথ্য প্রমান ও কাগজ পত্র নিয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করেন। এ ঘটনার বিষয় এলাকায় চারিদিকে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনা ঝড় বয়। এলাকাবাসী জানান চোরাই টলি ক্রয় সুত্রে মালিক মহিদের খুটির জোর কোথায়। এই বিষয় মণিরামপুর উপজেলার ০৩ নং ভোজগাতী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যসহ স্থানীয় জনগণের নামে মিথ্যা হয়রানি অভিযোগ করায়। অত্র ইউনিয়ন পরিষদ ঘটনাটি তদন্ত পূর্বক প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।