04/20/2025 যশোরের বাঘারপাড়ার ক্ষেত্রপালায় বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
সমসাময়িক
১৩ অক্টোবর ২০২২ ১৭:০৬
যশোরের বাঘারপাড়া উপজেলার নাইকেলবাড়িয়া ইউনিয়নের ক্ষেত্রপালা গ্রামে নকশেবন্দিয়া তরিকার লুৎফর সাঁইজির নিজ বাড়িতে আজ বুধবার বিকাল ৪ ঘটিকা থেকে রাত অবদি ১৭তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পীরকেবলা হজরত শাহ্ সুফি সিরাজ শাঁইজির উপস্থিতিতে তরিকার স্থানীয় ও দেশের বিভিন্ন এলাকার ভক্তবৃন্দের মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
পীরকেবলা দোয়া অনুষ্ঠান পূর্বে ভক্তদের ও উপস্থিত সবাইকে বলেন, যদি কেউ এগুলোকে অগ্রহণযোগ্য মনে করেন তাহলে এটা তার বোকামির পরিচায়ক এবং বাস্তবতাকে অস্বীকারের নামান্তর। একইভাবে তাসাউফের তরিকাগুলোর মূল উপাত্ত রাসূলে পাক (সা.) থেকেই সংগৃহীত। প্রতিটি তরিকার সিলসিলা বা ক্রমধারা রাসূলে পাক (সা.) পর্যন্ত সংযুক্ত রয়েছে। সুতরাং কোরআন পাকের নির্দেশিত আত্মশুদ্ধির জন্য সুফিসাধকদের সুবিন্যস্ত তাসাউফের তরিকার যার প্রতিটি নিয়মকানুন হাদিস ও সাহাবিদের আমল দ্বারা প্রমাণিত, তা গ্রহণ করা নিঃসন্দেহে বেদায়াত হতে পারে না। সুতরং সবার মত ও পথের ধারক ও বাহক ইসলাম এটাই মেনে চলতে হবে।
অনুষ্ঠান শেষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত অতিথি শিল্পী সংঘের শিল্পীরা তাদের তাদের পরিবেশনা উপস্থাপন করেন।