04/19/2025 অল ইউরোপীয়ান বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন- মনিরুজ্জামান টিটো
অনলাইন নিউজ ডেস্ক।।
১২ অক্টোবর ২০২২ ০৫:৩৮
ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশী সাংবাদিকদের পরিবার খ্যাত অল ইউরোপীয়ান বাংলা প্রেসক্লাব (আয়েবাপিসি)’র সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন সাংবাদিক মনিরুজ্জামান টিটো। সংগঠনের নির্বাহী কমিটির এক বিশেষ ভার্সুয়াল সভায় সর্বসন্মতিক্রমে তাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শুক্রবার সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক যৌথভাবে এ সিদ্ধান্ত প্রকাশ করেন।
অল ইউরোপীয়ান বাংলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বকুল খান জানান, ইউরোপের বিভিন্ন দেশের প্রকৃত ও মুল ধারার সাংবাদিকতা পেশায় নিয়োজিত প্রবাসী বাংলাদেশী সংবাদকর্মীদের সংগঠন আয়েবাপিসি’র সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে সংগঠনের নির্বাহী কমিটির বিশেষ সভায় উপস্থিত সদস্যদের সর্বসন্মতিক্রমে এবং সংগঠনের সভাপতি জাহিদ মোমিন চৌধুরীর অনুমোদনে ইন্ডিপেন্ডেন্ট টিভি’র স্পেন প্রতিনিধি মনিরুজ্জামান টিটোকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।