04/21/2025 শিক্ষার্থী তুহানা খাতুনের হার্ট ছিদ্রের চিকিৎসায় আর্থিক অনুদান দিলেন এস এম ইয়াকুব আলী
তাজাম্মূল হুসাইন, মণিরামপুর (যশোর)।।
১১ অক্টোবর ২০২২ ০৫:৫০
মণিরামপুরে অসহায় এক পরিবারের শিক্ষার্থী তুহানা খাতুন (১৪) এর হার্ট ছিদ্রের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আওয়ামী লীগৈর কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজা, যশোর-এর স্বত্বাধিকারী এস এম ইয়াকুব আলীর পক্ষ থেকে সোমবার বিকেলে খেদাপাড়া বাজারস্থ তুহানা খাতুনের হাতে চিকিৎসার জন্য আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। তুহানা খাতুন উপজেলার গালদা-খড়িঞ্চী মহিলা মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী এবং খড়িঞ্চী গ্রামের আতাউর রহমানের মেয়ে।
এসময় উপস্থিত ছিলেন খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ডা. ইউনুচ আলী, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংস্থা বন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমন ও সাংবাদিক তাজাম্মূল হুসাইন প্রমুখ।
জানা যায়, তুহানা খাতুন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (ভাসকুলার সার্জারী) ডা. আবুল হাসান মুহম্মদ বাশারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসক বলছে, অপারেশন করাতে অনেক টাকা ব্যয় হবে। এস এম ইয়াকুব আলী এ ধরনের মানবিক উদারতায় সকলের কাছে তিনি প্রশংসার দাবীদার হয়েছেন। অনেকে বলেছেন, এ সমাজে কে বর্তমানে কার জন্য করে। তবুওতো এস এম ইয়াকুব আলী বড় ধরনের এক উদারতা দেখালেন।