04/21/2025 কেশবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ঈদ -ই মিলাদুন্নবী পালন
কেশবপুর ( যশোর)প্রতিনিধি।।
১০ অক্টোবর ২০২২ ০৪:১৪
কেশবপুরে রবিবার( ৯ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা শিশু একাডেমির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে হামদ,নাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা শিশু একাডেমির বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম । এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক, সহকারী অধ্যাপক মছিহূর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা ইনেস্কট্রকটর রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আইসিটি প্রোগ্রামার আব্দুস সামাদ, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আঃ রহমান প্রমুখ । উক্ত অনুষ্ঠান হামদ নাতে প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
বিশ্ব শান্তি,ন্যায় ও মানবকল্যাণের পথ প্রদর্শক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর রুহ এবং সকল মৃত্যু ব্যক্তিদের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ইমাম ও খতিব হাফেজ, মাওঃ আবুল কালাম।