04/21/2025 গজারিয়ায় ফুটবল প্রতিযোগিতা ও কৃতি সন্তানদের সংবর্ধনা
ওসমান গনি গজারিয়া প্রতিনিধি।।
৮ অক্টোবর ২০২২ ০৮:৫০
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা ঐতিহ্যবাহী আনারপুরা খেলার মাঠে প্রকৌশলী এমএ মতিন ও এমএ লতিফ স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা,স্থানীয় মুক্তিযোদ্ধাসহ কৃতি সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪ঘটিকায় উপজেলার ঐতিহ্যবাহী আনারপুরা খেলার মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্থানীয় সরকার অধিদপ্তরের প্রকল্প পরিচালক,গজারিয়ার কৃতি সন্তান প্রকৌশলী মামুনুর রশিদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা জনকল্যান সমিতির মহাসচিব মোঃমফিজুর রহমান আলো।বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী,ক্যাপ্টেন আবুল কালাম আজাদ,ইসলামী ব্যাংকের জিএম শাহাব উদ্দীন প্রধান, উপজেলা আওয়ামী লীগ এর আইন বিষয়ক সম্পাদক মোঃজহিরুল ইসলাম,সঞ্চালনায় ছিলেন এইচ এম খোরশেদ আলম ও আবু সালেহ প্রধান প্রমুখ।
অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধা,কৃতি সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়।