04/20/2025 মণিরামপুর উপজেলাবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন এস এম ইয়াকুব আলী
তাজাম্মূল হুসাইন, মণিরামপুর (যশোর)।।
২ অক্টোবর ২০২২ ১৬:০৪
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে।
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মণিরামপুর উপজেলাবাসীসহ দেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিটি প্লাজা, যশোর-এর স্বত্বাধিকারী এস এম ইয়াকুব আলী।
এক শুভেচ্ছা বার্তায় এস এস ইয়াকুব আলী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে যার যার ধর্ম নিবিঘ্নে উদযাপন করার আহ্বান জানান।