04/20/2025 যশোরের আলোচিত কবি অলিয়ার রহমান এর কবিতা- পাষাণ
দৈনিক সমসাময়িক সাহিত্য ডেস্ক।।
৩০ সেপ্টেম্বর ২০২২ ০৭:১৪
পাষাণ
অলিয়ার রহমান।
সেদিন যখন পথ গিয়েছি ভুলে
বিজন পথে গভীর রাতে একা,
হঠাৎ গেল মনের দুয়ার খুলে
পেলে গেলাম মহামায়ার দেখা।
আকাশ জুড়ে রূপসী এক চাঁদ
চলছে আমার পথের সাথী হয়ে,
কোথায় এমন ভালবাসার ফাঁদ
ঘুমিয়ে ছিল দহন জ্বালা সয়ে?
চলার পথে শিশির কণা হাসে
পথের পাশে বুনো ফুলের বাস,
ভিন্ বাতাসে ফুলের রেণু ভাসে
রাত্রি হেথায় স্বপ্ন করে চাষ।
গাছের ডালে পাখির চোখে ঘুম
অনেক দুরে মন পুড়ানো গান,
হৃদয় জুড়ে ভালবাসার ধুম
নয়ন জুড়ে ভীষণ অভিমান।
কোথায় আমি যাব পথের শেষে
কোথায় রবো হাজার বছর পর,
কে আমাকে অবাক ভালবেসে
জোছনা জলে ভাসাই বালুর চর!
কে আমাকে প্রভাত দেবে এনে
ফুলে ফলে ভরিয়ে ধরার কোণ,
আজকে হঠাৎ হৃদয় গেল জেনে
কতখানি পাষাণ আমার মন!!
যেজন আমায় পথের দিশা দিয়ে
আলোয় আলোয় ভরিয়ে দিল ঘর,
আমি তাহার ফুলের মালা নিয়ে
তাকেই কেবল করে গেলাম পর!!