04/21/2025 মাগুরায় প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিনে জেলা যুবলীগের উদ্যোগে ৭৬শ গাছ রোপন
রাশেদ রেজা, মাগুরা জেলা প্রতিনিধি।।
২৯ সেপ্টেম্বর ২০২২ ০৯:৩৩
মাগুরায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে ৭৬ শ (সাত হাজার ছয়শ) গাছ রোপন কর্মসূচি পালন করেছে মাগুরা জেলা যুবলীগ।
গতকাল ২৮ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে শহরের আইটি পার্কের সামনে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ ও সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসুচিতে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের হাতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ।
মাগুরা জেলা যুবলীগ আহবায়ক ফজলুর রহমান সহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ আধুনিক বাংলাদেশের রূপকার, জাতির জনকের কন্যার জন্মদিনে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
এদিকে মাগুরা জেলা যুবলীগের এ ধরণের কর্মসুচিকে ঘিরে ব্যাপকভাবে রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রশংসার জোয়ারে ভাসছে।