04/21/2025 মণিরামপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই
তাজাম্মূল হুসাইন, মণিরামপুর পৌর (যশোর)।।
২৯ সেপ্টেম্বর ২০২২ ০৯:২৩
মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনকের কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন স্বাধীনতা, শেখ হাসিনা দিচ্ছেন অর্থনৈতিক মুক্তি। দেশবাসী শেখ হাসিনাকে আজীবন প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়। তিনি শুধু দেশকে এগিয়ে নিচ্ছেন না, জঙ্গীবাদ, সন্ত্রাস ও যুদ্ধাপরাধীমুক্ত একটি উন্নয়নশীল দেশের স্বপ্ন দেখাচ্ছেন জাতিকে। সকলের প্রতি জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করে বলেন, মহান রাব্বুল আলামিন বাংলাদেশের অগ্রগতির জন্যই শেখ হাসিনাকে বাচিয়ে রেখেছেন। শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হলেও দেশবাসীর দোয়ায় তিনি সফলতার সাথে দেশ পরিচালনা করছেন।
এসময় আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা সন্দ্বীপ ঘোষের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য এস এম ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশন সম্পাদক অনন্ত দেবনাথ, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক গৌর কুমার ঘোষ, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমাতুন্নাহার, যুবলীগ নেতা শিপন সরদার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফজলুর রহমান, মণিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান রকি, সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ, নেহালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লিটন হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।