04/21/2025 কেশবপুরে ৫ দফা দাবিতে কর্মবিরতি
মোঃ অলিয়ার রহমান।।
১৪ সেপ্টেম্বর ২০২২ ২১:১৭
কেশবপুর (যশোর) প্রতিনিধি।।
কেশবপুরে সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়াজ মোহাম্মদ ফয়সাল, কার্য সহকারী মাহাবুব আলম ও অফিস সহায়ক মো. ফারুকুজ্জামান।
৫ দফা দাবির মধ্যে রয়েছে- দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূণ্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ।