04/21/2025 মণিরামপুর থানার দুই দারোগাকে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
মণিরামপুর প্রতিনিধি।।
১ সেপ্টেম্বর ২০২২ ২০:৩৪
মণিরামপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক যুগান্তর পত্রিকার মণিরামপুর উপজেলা প্রতিনিধি ও যশোর থেকে প্রকাশিত দৈনিক সমাজের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার এবং সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন দুষ্টু পুলিশ কর্তৃক লাঞ্ছিত করার ঘটনায় মণিরামপুর সাংবাদিকরা বুধবার বিকেলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। প্রেসক্লাবের সামনে মণিরামপুর-সাতক্ষীরা সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে মনিরামপুর থানার উপ-পরিদর্শক আবু বকর ও আলমগীর হোসেনকে ৭২ ঘন্টার মধ্যে প্রত্যহার এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে বক্তরা বলেন, এ দুই পুলিশ কর্মকর্তা শুধু সাংবাদিকদের লাঞ্ছিত করেন নাই। মাদক ব্যবসায়ীদের বিভিন্ন সময়ে সুযোগ সুবিধা দেওয়াসহ পয়সা রোজগারের জন্য নিরীহ জনগণকেও মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন।
এহেনও ঘটনার প্রতিবাদ করতে গিয়ে মঙ্গলবার সকালে মণিরামপুর থানায় প্রেসক্লাবের বারবার নির্বাচিত সাধারন সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু'কে তারা লাঞ্ছিত করে। এ ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে মণিরামপুরের সাংবাদিক মহল। বুধবার বিকেলে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে সিনিয়র সাংবাদিক মোহাম্মদ বাবুল আকতারের পরিচালনায় বক্তব্য রাখেন, সম্পাদক মোতাহার
হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব নিছার উদ্দিন খান আযম, সিনিয়র সাংবাদিক অধ্যাপক আব্বাস উদ্দিন,
প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম মজনুর রহমান, বর্তমান সহ-সভাপতি জি এম ফারুক আলম, ইলিয়াস
হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিক, নির্বাহী সদস্য বোরহান উদ্দীন জাকির, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, সম্পাদক জসিম উদ্দীন, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার তারিকুল রায়হান, সাংবাদিক নেতা নাসিম রেজা, সাবেক সহ-সভাপতি প্রভাষক নূরুল হক, সাবেক যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান রয়েল, সাবেক দপ্তর
সম্পাদক অশোক বিশ্বাস প্রমুখ।
উল্লেখ্য গত মঙ্গলবার সকালে মণিরামপুর পৌরসভাধীন পোষ্ট অফিস এলাকায় বিরোধপূর্ণ একটি জমিতে এ দুই পুলিশ কর্মকর্তা যান। এ সময় এক পক্ষের অর্থে তুষ্টি হয়ে সেখানে থাকা নারী-পুরুষের সাথে অসৌজন্যমূলক আচারণ করতে থাকে। এক পর্যায়ে দিনমজুর দুই ব্যক্তিকে আটক করলে এগিয়ে যান মণিরামপুর প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেন।
দু’জন পুলিশ কর্মকর্তা কর্তৃক নিরীহ ওই দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে গেলে সম্পাদক মোতাহার হোসেন পরে থানায় গিয়ে আটকের বিষয়টি তাদের নিকট জানতে চাইলে এসআই আবু বকর ও আলমগীর হোসেন তাকে লাঞ্চিত করে।