04/20/2025 অবৈধ বালু উত্তোলনের খেসারত দিচ্ছে মধুমতি পাড়ের জনগণ
রাশেদ রেজা মাগুরা প্রতিনিধি।।
১ সেপ্টেম্বর ২০২২ ০৪:১৯
মাগুরার মহাম্মাদপুর উপজেলার চরপাচুড়িয়া, ধুলজুড়ি, ঝামা শিরগ্রাম, গোপালনগর, হরেকৃষ্ণপুর সহ মধুমতি নদীর কুলবর্তী এলাকার বিভিন্ন স্থানের রাস্তা বাড়িঘর সহ অনেক স্থাপনা নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে, আর অবৈধ বালু উত্তোলনকেই দায়ি করছে সাধারন জনতা।
মহম্মদপুর উপজেলার চরপাচুড়িয়া এলাকা পাকা রাস্তা ও নদী তীরবর্তী রাস্তাগুলি ভেঙ্গে পড়েছে, যার ফলে বড় ও মাঝারী যানবাহন চলাচল বন্ধ হয়ে জনদূর্ভোগে পড়েছে এই জনপদের হাজার হাজার মানুষ।
স্থানীয়রা জানান, বছরের বিভিন্ন সময় নদীর তীরবর্তী স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে এলাকার কিছু অসাধু বালু ব্যবসায়ী যা ফল এখন দৃশ্যমান, নদী তীরবর্তী বেশ কয়েকটি স্থানে ব্যাপক ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়ে পড়েছে অনেক পরিবার, বালুখেকোদের কবলে এলাকার প্রায় ৬/৭ টি গ্রাম এখন ভাঙ্গনের হুমকির মুখে, আমাদের দাবি চিহ্নিত বালু ব্যবসায়ী এবং এর হোতাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তির আওতায় আনা এবং স্থায়ী ভাবে নদী ভাঙন রোধ ও ভেঙ্গে যাওয়া রাস্তাগুলি সংস্কার করে জনমনে শান্তি ফিরিয়ে দিন।
এ ব্যাপারে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল সংবাদ মাধ্যমকে বলেন, অবৈধ বালু ব্যাবসায় বন্ধ সহ নদী ভাঙনের ফলে এলাকার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে এছাড়া অন্যত্র যেসব এলাকায় ভাঙনের কবলে পড়েছে সেসব স্থানের বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ভাঙনরোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহন করা হবে।