04/20/2025 যশোরের আলোচিত কবি- অলিয়ার রহমান এর কবিতা "স্বপ্ন সাধ"
দৈনিক সমসাময়িক নিউজ ডেস্ক :
২৬ আগস্ট ২০২২ ১৯:২৬
আবার যদি ঘুরতে এসো হেথা
আমাদের এই নীল জোনাকির গাঁয়,
নুপুর হবে মটরশুঁটির লতা,
ফুলের বাসর হাসবে তোমার পায়।
সরিষা ফুলের সুবাস মেখে মেখে
সন্ধ্যা বেলায় ফিরবে যখন বাড়ি,
ব্যাকুল হবো হঠাৎ তোমায় দেখে
কাজল চোখে সাগর দেবো পাড়ি।
তোমায় পেয়ে ঘুমের হবে ছুটি
বাজবে কানে মিষ্টি কথার গান,
রাতের কোলে আলোর লুটোপুটি
আকাশ জুড়ে চাঁদের অভিমান।
আবার এলে তোমায় নিয়ে সাথে
ঘুরতে যাবো তমাল গাছের ছায়,
আসবে তুমি ফুলের ডালা হাতে
জবা ফুলের আলতা মেখে পায়।
আমার হেথায় চৈত্র দিলে দেখা
তোমায় ঘিরে হিমেল বাতাস বয়,
মেঘলা আকাশ তোমায় পেয়ে একা
মন ভোলানো প্রেমের কথা কয়।
তোমার সাথে বৃষ্টি স্নান শেষে
শরীর থেকে নামবে কালো দাগ,
মুখ লুকবো তোমার এলোকেশে
বাড়বে আমার তুমুল অনুরাগ।