04/21/2025 মণিরামপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সর্বগুণে গুণান্বিত অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন শেখ কামাল
তাজাম্মূল হুসাইন, মণিরামপুর (যশোর)।।
৬ আগস্ট ২০২২ ০৭:১৯
সর্বগুণে গুণান্বিত অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন শেখ কামাল। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহীয়সী নারী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জেষ্ঠ্য পুত্র। শেখ কামাল একজন দক্ষ ছাত্র সংগঠক ছিলেন, সাংস্কৃতিক অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন এবং আধুনিক ফুটবলের জনক ছিলেন।
শুক্রবার বিকেলে আওয়ামী লীগের আয়োজনে দলিয় কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক বাবুল করিম বাবলু, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেন মিন্টু, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিলন, সাবেক পৌর কাউন্সিলর গৌর ঘোষ।
সাবেক ছাত্রনেতা সন্দ্বীপ ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসেম আলী, সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সুব্রুত ব্যানার্জী, দূর্বাডাঙ্গা ইউপি চেয়ারম্যান গাজী মাযহারুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, যুবলীগ নেতা শিপন সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রকি, সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান অভি প্রমুখ।