04/21/2025 মণিরামপুরে ইউএনও কে বিদায় সংবর্ধনা প্রদান
বিশেষ প্রতিনিধি।।
৪ আগস্ট ২০২২ ০৬:৪৯
মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সৈয়দ জাকির হাসানকে কলেজের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২ অাগস্ট) এ উপলক্ষ্যে কলেজ মিলনায়তনে অায়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও সৈয়দ জাকির হাসান। ভারপ্রাপ্ত অধ্যক্ষ অাফরোজা মাহমুদের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মোহাম্মাদ বাবুল অাকতারের সঞ্চালনায় শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মোঃ অাব্বাস উদ্দীন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন একাদশ শ্রেণী বিজ্ঞানের শিক্ষার্থী চৈতি ঘোষাল দোলা। শেষে বিদায়ী অতিথিকে কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও বিশেষ উপহার প্রদান করা হয়।