04/21/2025 মাগুরা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
রাশেদ রেজা, মাগুরা।।
১ আগস্ট ২০২২ ১৮:০১
মাগুরায় জেলা বি এন পি’র উদ্যোগে গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে দেশব্যাপি লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে মাগুরা শহরের ইসলামপুর পাড়াস্থ জেলা বি এন পি’র কার্যালয় চত্বরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপি'র আহবায়ক আলী আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
জেলা বি এন পি’র সদস্য সচিব মোঃআলী আক্তারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র অন্যতম নেতা আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন, ইকবাল আক্তার খান কাফুর, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রোকনুজ্জান, মোঃ ফারুকুজ্জামান ফারক, এ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, মাগুরা সদর উপজেলা বি এন পি’র আহবায়ক মোঃ কুতু্ুবউদ্দিন মাগুরা পৌর বি এন পি’র আহবায়ক মোঃ মাসুদ হাসান কিজিল, মহম্মদপুর উপজেলা বি এন পি’র আহবায়ক অধ্যাপক মঈমুর আলী মৃধা, সদস্য সচিব আক্তার হোসেন, বিএনপি’র দক্ষিণ মাগুরার আহবায়ক রিজাউল ইসলাম রাজা, শালিখা উপজেলা বিএনপি’র অন্যতম নেতা মুন্সি আনিসুর রহমান, শ্রীপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মুন্সি রিজাউল করীম, জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, জেলা মহিলা দলের এ্যাডভোকেট বিউটি পারভীন, জেলা শ্রমিক দলের সভাপতি ইমদাদুর রহমান, জেলা সেচ্ছাসেবক দলের আবু জাহিদ,জেলা কৃষক দলের হীরা, ছাত্র দলের জেলা সভাপতি আব্দুর রহিম সহ প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন এলাকার সমস্ত ইউনিটের কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।