04/21/2025 মাগুরা পলিটেকনিকের এক যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভায় এমপি শিখর
রাশেদ রেজা মাগুরা প্রতিনিধি।।
৩০ জুলাই ২০২২ ০৫:৫৮
মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউটের এক যুগ পূর্তি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১ টায় এ উপলক্ষে র্যালি বের হয়। র্যালি শেষে পলিটেকনিক ইন্সটিটিউট চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. ওমর ফারুক, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাকিম বিশ্বাস, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস ছাত্তার, কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. মুনির হোসেন, ঝিনাইদাহ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. সাজেদ-উর-রহমান, মাগুরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আইয়ুব আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কতৃপক্ষ।