04/21/2025 যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দাদীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী সংবাদদাতা।।
২৯ জুলাই ২০২২ ০৫:৫৮
গাজীপুরের টঙ্গী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে শহীদ আহসান উল্লাহ মাষ্টার (এমপির) মার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হল রুমে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এ কে এম জিয়াউর রহমান মামুনের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ আহসান উল্লাহ মাষ্টার (এমপির) মা এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি দাদীর রোগী মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান,আব্দুস সাত্তার, আমাউল্লাহ, মাওলানা ইউসুফ আলী নোমানীসহ সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ । অনুষ্ঠান শেষে সকলের মাঝে মিষ্টিমুখ করানো হয়।