04/21/2025 গজারিয়ায় ভাটেরচর পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক এর মৃত্যু
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধি।।
২৭ জুলাই ২০২২ ১৬:১১
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা হৃদরোগে আক্রান্ত হয়ে মো শাহজাহান মাষ্টার (৮৫) অবসর প্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। শিক্ষক মো শাহজাহান মাষ্টারের বাড়ি মুন্সিগঞ্জ জেলা গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়ন এর বৈদ্যারগাঁও গ্রামে। তিনি ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি সহকারী শিক্ষক ছিলেন। একজন আদর্শবান শিক্ষক হিসেবে এলাকায় তার সুনাম ছিল।অত্র বিদ্যালয় থেকেই তিনি ২০০৯ সালে অবসরে যান। শিক্ষক মো শাহ জাহান অসুস্থতা নিয়ে ২০ জুলাই শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ২৬ জুলাই মঙ্গলবার সকাল ৬.১৫ মিনিটে তিনি হাসপাতালে মারা যান।
পারিবারিক সূত্রে তার জীবদ্দশায় তাঁর সহধর্মিনী এবং তাঁর একমাত্র ছেলে মৃত্যুবরণ করেছেন। মৃতুকালে তার তিন মেয়ে, ছেলের স্ত্রী ,সন্তান ভাইবোন এবং আত্নীয় স্বজনদের রেখে গেছেন। মরহুম শাহজাহান মাষ্টার অত্যান্ত বিনয়ী,সহজসরল এবং ভালো মনের একজন মানুষ ছিলেন।
স্যারের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরবিারের প্রতি সমবদেনা জ্ঞাপন করছেনে ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ে সভাপতি মো সাখাওয়াত হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, গজারিয়া শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম নান্টু, অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সকল শিক্ষক -কর্মচারী, প্রাক্তন ও অধ্যয়নরত শিক্ষার্থী তাঁর অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
মঙ্গলবার বাদ আছর তার জানাজার নামাজ আদায়ের পরে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয় ।