04/21/2025 মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ অনুষ্ঠানে এমপি শিখর
রাশেদ রেজা মাগুরা প্রতিনিধি।।
২৫ জুলাই ২০২২ ০৬:১১
মাগুরা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কর্তৃক জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে আজ ২৪শে জুলাই রবিবার উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা ও পুরস্কার বিতরনী এবং র্যালী ও পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠান আয়োজন করেন।
‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের মানুষকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এবারের মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
উক্ত মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এ্যড. সাইফুজ্জামান শিখর এমপি, মাননীয় সংসদ সদস্য মাগুরা-১।
মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার, মাগুরা। আ ফ ম আব্দুল ফাত্তাহ, সভাপতি, জেলা আওয়ামী লীগ, মাগুরা।
জনাব পঙ্কজ কুমার কুন্ডু, চেয়ারম্যান, জেলা পরিষদ, মাগুরা। জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নাসির বাবলু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মাগুরা সদর।
জনাব মোঃ খুরশীদ হায়দার টুটুল মেয়র মাগুরা পৌরসভা। জনাব কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা। জনাব মোঃ হাদিউজ্জামান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। জনাব মোঃ ইয়াছিন কবীর নিবার্হী কর্মকর্তা মাগুরা সদর সহ প্রমূখ।
আলোচনা সভা শেষে পুরস্কার বিতরনী এবং র্যালী ও পোনামাছ অবমুক্তকরণ করা হয়।