04/21/2025 চিরিরবন্দরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।।
২৫ জুলাই ২০২২ ০৬:০৯
নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে (২৩ জুলাই) শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত সাত দিনের এই র্যালি চলবে ২৯ জুলাই পর্যন্ত।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহের ২য় দিন (২৪ জুলাই) শোভাযাত্রা, আলোচনা সভা, সেরা মাছ চাষীদের মাঝে পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে চিরিরবন্দরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।
র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য সস্প্রসারন কর্মকর্তা অনুকুল চন্দ্র সিনহার সঞ্চালনয় চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালিদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এছাড়াও চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সায়েম, ৫নং আব্দুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলিম সরকার, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানসহ সফল মৎস্য চাষীরা বক্তব্য রাখেন।
এ অনুষ্ঠানে উপজেলার মৎস্য খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা মাছ চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।