03/14/2025 যশোর সদরের সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের ৩২ নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ
যশোর সদরের সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের ৩২ নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ
নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর ২০২০ ১২:৫১
ঢাকা অফিস।।
আজ যশোর সদর আসনের মাননীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও নবনির্বাচিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাবু সুখেন মজুমদার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান,দোলায়ার রহমান দীপু সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক ও কেন্দীয় আওয়ামী লীগ উপকমিটির সদস্য,জেলা যুব মহিলা লীগের সভাপতি মনজুন্নাহার নাজনীন সোনালী, শহর আওয়ামী লীগের লুতফুর কবীর বিজু, সদর উপজেলার ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, এমএম কলেজ ছাত্রলীগের সহসভাপতি ইমরান হোসেন, যবিপ্রবি ছাত্রলীগের হল সভাপতি বিপ্লব দে শান্ত, আল মামুন সিমন প্রমূখ।