04/21/2025 ঐতিয্যবাহি সিমাখালী ঈদগাহের ইমাম মাওলানা আবু দাউদের জানাজা সম্পান্ন।
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।
২১ জুলাই ২০২২ ২০:৪৪
পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঐতিয্যবাহি সিমাখালী ঈদগাহের ইমাম মাওলানা আবু দাউদ (রাহিঃ), আজ বুধবার বাদ আছর সিমাখালী ঈদগাহ ময়দানে হাজারো জনতার উপস্থিতিতে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।
বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।
তিনি হার্ড ও ডায়াবেটিক রোগে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হয়ে কৃতিত্বের সঙ্গে দাওরায়ে হাদিস সম্পান্ন করে বাগডাঙ্গা দাখিল মাদ্রাসায় শিক্ষকতা জীবন শুরু করেন, বিভিন্ন শ্রেণীপেশা মানুষের সহযোগিতার গড়ে তোলেন সিমাখালী বদরুল উলুম কওমী মাদ্রাসা।
মাওলানা আবু দাউদ সাহেবের ভাইপো আবু সুফিয়ান সংবাদমাধ্যমকে জানান, আমাদের পরিবারে ২৫ জন মত আলেম আছেন যারা প্রত্যেকে ওনার হাত ধরে দীনি শিক্ষার কাজে নিয়োজিত। আজ আমরা অভিবাবকহারা হলাম, আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন।