04/21/2025 যশোরের নরেন্দ্রপুর ইউনিয়নে জিরাটে ট্র্যাক্টর ট্রলির চাকায় পিষ্ঠ হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।।
১৯ জুলাই ২০২২ ০৮:৫২
যশোর সদর উপজেলা নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট গ্রামের ( সরদার পাড়া) নিজ ট্র্যাক্টর ট্রলির চাকায় পিষ্ট হয়ে তাহিয়া খাতুন (৫) আবু হুরায়রা (২) দুই শিশুর মর্মান্তিক মৃত্যু র্দুঘটনা ঘটে। রবিবার সকাল (ছয়টা) সময় জিরাট গ্রামের সরদারপাড়া কামালের মেয়ে তাহিয়া খাতুন ও জামালের ছেলে আবুহুরাইরা,নিজের মেয়ে ও ভাতিজার এই মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটেছে বলে জানা যায়। এই মর্মান্তিক মৃত্যু ঘটনার সংবাদ পেয়ে নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাটের দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন ইউপি চেয়ারম্যান জনাব মোঃ রাজু আহম্মেদ। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ছয়টার দিকে কামাল ও তার ড্রাইভার জাহিদুর বাড়ির সামনে ট্রলি রাস্তায় বের করছিলেন। এ সময় ট্রলি চালাচ্ছিলেন ড্রাইভার জাহিদুর। পাশে বসে ছিলেন তাহিয়া খাতুনের বাবা কামাল হোসেন। গাড়িটি পেছনে নিতেই রাস্তায় খেলা করা শিশু তাহিয়া ও আবু হুরায়রা ট্রলির চাকার নিচে পড়ে। তাহিয়া ও আবু হুরায়রার মুহূর্তে পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ঘটে। তখন স্বজন ও আশপাশের মানুষের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।