04/21/2025 যশোরের মনিরামপুর মহাসড়কে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ৫
মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।।
১১ জুলাই ২০২২ ০৫:৩৯
যশোর সদর উপজেলা মনিরামপুর মহাসড়কে সতীঘাটা কামালপুর কেন্দ্র মসজিদের সংলগ্নে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ৫ জন। রবিবার আছর বাদ মনিরামপুর মহাসড়কে সতীঘাটা কামালপুর কেন্দ্র মসজিদের সংলগ্নে এই র্দুঘটনা ঘটেছে বলে জানা যায়। জানাযায় রবিবার আছর বাদ মনিরামপুর থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল অপর যশোর দিকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল মনিরামপুর মহাসড়ক সতীঘাটা কেন্দ্রীয় মসজিদের সংলগ্নে পথিমধ্যে আসলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ আহত ও ১ জন মারাত্মক জখম হলে স্থানীয় জনগণের সহায়তা ৫ জন ব্যক্তিকে এম্বুলেন্স যোগে যশোর সদর হাসপাতালে পাঠিয়ে দেন। মোটরসাইকেল দুটি কামালপুর কেন্দ্র মসজিদের মোয়াজ্জিনের বাড়িতে রাখা হয়েছে। আহত ব্যক্তিরা জানাযায় দুই জনের বাড়ী মাগুরা অপর ৩ জনের বাড়ী নড়াইল জেলা।