04/21/2025 যশোরের সতীঘাটা কেন্দ্রীয় ঈদগা মাঠে ঈদুল আজহা নামাজ সম্পন্ন
মোঃ ওয়াজেদ আলী বিশেষ প্রতিনিধি।।
১১ জুলাই ২০২২ ০৫:৩৪
যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে সতীঘাটা কেন্দ্রীয় ঈদগা মাঠে ঈদুল আজহা নামাজ সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৮ ঘটিকায় সতীঘাটা কেন্দ্রীয় ঈদগা মাঠে সুন্দর পরিবেশে ঈদ- উল- আজহা নামাজ অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল আজহা জামাতের নামাজ শেষে আল্লাহ কাছে জমানো গুণাবলি পিতা মাতার বিশেষ দোয়া অসুস্থ মুসল্লীদের রোগ মুক্তি কামনা। বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের হেফাজত করুন। আমিন পবিত্র ঈদুল আজহা নামাজ ও দোয়া পরিচালনা করেন, সতীঘাটা আশরাফুল মাদারিস মাদরাসা হাফেজ মাওলানা শাব্বির আহমেদ। ঈদুল আজহা নামাজের পূর্বে মুসলমানদের উদ্দেশ্যের কুরআন আয়াত পড়ে মুসলমানদের দিক নির্দেশনা বয়ান শোনান, মুফতি অজিহুর রহমান, মুফতি সাইফুল ইসলাম প্রমুখ। ঈদ মোবারক