04/20/2025 শ্রীপুর বাহিনী'র সহ-অধিনায়ক মোল্লা নবুয়ত আলীর স্মরণ সভার আয়োজন করলো মুক্তিযোদ্ধারা
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।
২৮ জুন ২০২২ ১৬:০৩
আজ মাগুরার শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে, স্থানীয় শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে 'শ্রীপুর বাহিনী'র সহ-অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মরহুম মোল্লা নবুয়ত আলীর আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম।
বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান রিজু, জেলা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার (দপ্তর) সরকারী কমান্ডার (প্রচার) হুমায়ন কবির, মাগুরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার জহুর ই আলম, শালিখা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু বক্কার মাষ্টার, বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার, বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম রাজু, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মতিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আবু আনছার নাজাত আশা এবং শ্রীপুর বাহিনীর সহ-অধিনায়ক বীরমুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলীর সন্তান এ্যাডভোকেট শফিকুল ইসলাম আরাফাতসহ অন্যন্য।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাওফিল অনুষ্ঠিত হয়।