04/20/2025 কবিতা- পদ্মা সেতু, কবি- আব্দুল আলীম
সাহিত্য ডেস্ক।।
২৬ জুন ২০২২ ০৯:২০
আমার টাকায় আমার সেতু
নামটি পদ্মা সেতু
সারা বিশ্বে উড়ছে এখন
স্বপ্নের ধুমকেতু।
প্রথম কালে বুঝেছিলাম
বেশ কঠিন এই কাজ
বিদেশীরা ফিরিয়ে নিল
অর্থ কড়ির ভাঁজ ।
স্বপ্ন আছে সাধ্য নাই
আস্থায় শুধু রব
দেশের অর্থে শুরু হলো
কর্ম- সেতুর সব।
হাটি- হাটি পা- পায়
বেরিয়ে এলো পথ
পদ্মা সেতু পদ্মা বুকে
উড়ছে পারাবত।
জুন মাসের পঁচিশ তারিখ
হচ্ছে উদ্বোধন
বিশ্ববাসী দেখিবে তার
সকল আয়োজন।
ধন্যবাদ তাই জানাই তোমায়
সরকার বাহাদুর
প্রভুর দয়ায় চলি মোরা
দূর - বহুদূর।