04/20/2025 কবিতা- স্বপ্ন গাঁথা, কবি- অলিয়ার রহমান
সাহিত্য ডেস্ক।।
২৫ জুন ২০২২ ২৩:৪৪
যেথায় আজ আমাদের স্বপ্ন বয়ে যাচ্ছে
-নক্ষত্রের আলোয় সেথায় একদিন
মানুষের সব কল্পনা ভেসে গিয়েছিল
সীমাহীন গভীর সমুদ্রে।
অকল্পনীয় ঢেউয়ের তাণ্ডবে
বিলীন হয়েছিল সোনালী ধানের ক্ষেত
সবুজ বন,খড়ের ঘর আর পায়ে চলার পথ।
অনেক কালের স্বাক্ষী হয়ে
অনেক বেদনার ক্ষত বুকে নিয়ে
যে জমিন জলভরা চোখে তাকিয়ে ছিল
আমাদের পানে,
কোটি মানুষের ভালবাসায় সেই জমিন আসে
আলোয় আলোয় মুখরিত হয়ে উঠেছে।
সন্তান হারা মায়ের বুকে আশ্রয় নিয়েছে
ষোল কোটি সন্তান।
যে স্বপ্নের উপর আজ আমরা দাঁড়িয়ে আছি
সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখার পথটা
ফুলে ফুলে ঢাকা ছিল না কোনদিন।
আমাদের সেই স্বপ্নগুলোকে
নদীর জলে ভাসতে দেবোনা বলে
চোখের জলে ভিজিয়ে দিয়েছি পথ,
কষ্টগুলোকে পুঞ্জীভূত করে
আকাশ ছোঁয়া পাহাড় বানিয়ে
রুখে দিয়েছি শত্রুদের সব যুদ্ধ জাহাজ।
পথের সব কাটা সরিয়ে
মায়ের আঁচল ভরে দিয়েছি
গোলাপ আর টগরের পাপড়ি দিয়ে।
পৃথিবীকে আর একবার জানিয়ে দিয়েছি-
ভুলোনা আমরা বীরের জাতি- মাথা নুয়াবার নয়,
রক্ত দিয়ে স্বাধীন হয়েছি- মানবোনা পরাজয়