04/21/2025 মানবতার ফেরিওয়ালা মাগুরার জেলা প্রশাসক মহদয়
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।
২৩ জুন ২০২২ ২১:০১
"মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহনাভুতি কি
মানুষ পেতে পারে না"
ভূপেন হাজারিকার এই গানের মত একের পর এক মানবতার ফেরিওয়ালা রুপে মাগুরাবাসির কাছে আপনজন হয়ে উঠেছে মান্যবর জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।
গতকাল ২২ জুন বুধবার বিকালে মাগুরা জেলা প্রশাসন ও মাগুরা পৌরসভার পক্ষ থেকে সুনামগঞ্জের বন্যার্তদের জন্য ৩ লক্ষাধিক টাকার মানবিক সহায়তা পাঠানো হয়েছে।
বন্যা দূর্গতদের ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ২ হাজার কেজি চিড়া, ৫ শত কেজি মুড়ি, ৫ শত কেজি চিনি, ২ হাজার বোতল পানি, মোমবাতি, ম্যাচসহ জেলা প্রশাসনের বিভিন্ন গাছে উৎপাদিত বেশকিছু আম ও কাঠাল।
জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনাকালে সংগৃহীত ও পৌর মেয়র এর তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হলো বলে সংবাদ মাধ্যম জানতে পারে।
এই ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম সংবাদ মাধ্যমকে জানান- বিপদের সময় বন্ধুর পরিচয় মেলে, বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষের জন্য আমরা যে ত্রান পাঠালাম এটি মাগুরার মানুষের ভালবাসার প্রকাশ। করোনাকালিন সময়ে দূর্যোগ মোকাবেলায় অনেকেই আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন।
খরচ করার পরও সেই অর্থের কিছুটা আমরা রাখতে সক্ষম হয়েছিলাম, সেই অর্থ দিয়েই আমরা অল্প পরিসরে হলেও বন্যার্তদের পাশে থাকার চেষ্টা করলাম।
এদিকে পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল বলেন, এটি কোন মানবিক সহায়তা নয়। এটি মাগুরার সর্বস্তরের মানুষের ভালবাসার বহিঃপ্রকাশ। এ সমস্ত সামগ্রীগুলি সুনামগঞ্জের জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে বিপন্ন মানুষের মাঝে বিতরণ করা হবে।