03/12/2025 সড়ক দূর্ঘটনায় আহত সাংবাদিক ওয়াজেদ আলী; সুস্থতায় দোয়া কামনা
মোঃ শামিম হোসেন, কুয়াদা প্রতিনিধি।।
২৩ জুন ২০২২ ০৫:৩১
"দৈনিক সমসাময়িক নিউজ"এর বিশেষ প্রতিনিধি ও জাতীয় দৈনিক ভোরের চেতনা যশোর জেলার ফটো সাংবাদিক (সদস্য মণিরামপুর রিপোর্টার্স ক্লাব) মোঃ ওয়াজেদ আলী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে আছেন। তিনি ২১শে জুন মঙ্গলবার পেশাগত দায়িত্ব পালনের জন্য রুপদিয়া পদ্মবিলের দিকে যাচ্ছিলেন এমন সময় বাইপাস রোড থেকে একটি দ্রুতগামী নসিমন এসে মুখোমুখি ধাক্কা দিয়ে ড্রাইভার নসিমন রেখে পালিয়ে যায়। এ দূর্ঘটনার খবর শুনে নরেন্দ্রপুর ইউ পি চেয়ারম্যান মোঃ রাজু আহমেদ তৎক্ষনিক তার চিকিৎসার ব্যাবস্থা করে এবং নিজের গাড়িতে করে সাংবাদিক ওয়াজেদ আলীকে বাড়িতে পৌছে দেয়। চেয়ারম্যান এই কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। এবং "দৈনিক সমসাময়িক নিউজ এর সম্পাদক ও প্রকাশক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক ওয়াজেদ আলী'র সার্বিক খোঁজ খবর নিয়েছেন। পাশাপাশি মণিরামপুর রিপোর্টার্স ক্লাব এর পক্ষ থেকে সকলের কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন সংগঠনটি।