04/21/2025 যশোরের নরেন্দ্রপুর ইউনিয়নে গোপালপুর গ্রামের পানিবন্দি পরিবারের দূর্ভোগে ঘটনা স্থান পরিদর্শন ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার।।
২২ জুন ২০২২ ২০:১৭
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থার অবনতিতে পানিবন্দী পরিবারের দুর্ভোগে ও কবরস্থানে যাওয়ার পথ বন্ধ হওয়ার উপক্রম হলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থান পরিদর্শন করেন এবং সংস্কারের ব্যবস্থা গ্রহণ করেন ইউপি চেয়ারম্যান জনাব মোঃ রাজু আহম্মেদ। মঙ্গলবারের দিন ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ গোপালপুর গ্রামের পানিবন্দি পরিবারের সমস্যার ঘটনা শুনতে পেয়ে ্তাৎক্ষনিক ঘটনা স্থান পরিদর্শন করেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় জনগণের উপস্থিত ছিলেন। ঘটনা স্থান পরিদর্শন কালে ইউপি চেয়ারম্যান জনাব রাজু আহমেদ বলেন, আমার জন্য দোয়া করবেন, আমি অত্র ইউনিয়নের সকল মানুষের সহযোগিতা ইউনিয়নকে সুরক্ষা রাখতে এবং সকল জনগণের সেবা করতে পারি এই প্রার্থনা রইল।